আখাউড়ায় অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অজ্ঞাতপরিচয় (১৪) এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার খালাজুড়ার বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাম্মাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যায় খালাজুড়ার বিলে অজ্ঞাতপরিচয় কিশোরীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কিশোরীর পরিচয় পাওয়া যায়নি। লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।