বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ক্ষমা চাইলে জামায়াত নিষিদ্ধ নয় ?

যুদ্ধাপরাধের বিচারে দল হিসেবে জামায়াতের অপরাধীর ভূমিকা রায়ে উঠে আসার পর একে নিষিদ্ধের সুপারিশ জানিয়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদন চূড়ান্ত করার মধ্যে মন্ত্রীর এই মত জানা গেল।

শনিবার বিবিসির সংলাপে আনিসুল ইসলাম বলেন, “জামায়াত যদি তাদের ভূমিকার জন্য ক্ষমা প্রার্থনা করে, যদি তারা বলে যে সহিংসতা করবে না, তাহলে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ না করাটাই ‘বেটার’।”

তবে এনিয়ে আরো আলোচনা করতে হবে, বলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এই সদস্য।

ট্রাইব্যুনালের রায়ে বলা ‘ক্রিমিনাল দল’ জামায়াত একাত্তরে তাদের ভূমিকার জন্য কখনো ক্ষমা চায়নি। গোলাম আযমসহ দলটির শীর্ষনেতাদের কয়েকজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার রায় পর্যবেক্ষণে এই কথা বলা হয়।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ থেকে জামায়াত নিষিদ্ধের দাবি জোরালোভাবে উঠেছে। বামপন্থি দলগুলো মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দলটি নিষিদ্ধের দাবি আগে থেকে জানিয়ে আসছিল।

জামায়াত নিষিদ্ধে সরকারের অবস্থান ব্যাখ্যা করে আইনমন্ত্রী আনিসুল হক সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, দলটির নিবন্ধন বাতিল নিয়ে আদালতে যে মামলা চলছে, তা নিষ্পত্তি হলেই এই বিষয়ে পদক্ষেপ নেবে সরকার।

বিবিসির সংলাপে আনিসুল ইসলামের সঙ্গে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম জামায়াত নিষিদ্ধে আওয়ামী লীগের আন্তরিকতা নিয়ে সংশয় প্রকাশ করেন।

তিনি বলেন, “আওয়ামী লীগের এমপি-নেতারা জামায়াতের লোকজনকে দলে টেনে নিচ্ছে। আমার মনে হয় আওয়ামী লীগ আপস করতে চাইলে হয়ত জামায়াত নিষিদ্ধ হবে না।”

জামায়াতের ক্ষমা চাওয়া উচিত হবে কি না- অনুষ্ঠান সঞ্চালকের এই প্রশ্নের জামায়াতের জোটসঙ্গী বিএনপির এই নেতা বলেন, “একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি মনে করি, স্বাধীনতার বিরোধিতাকারী প্রত্যেকেরই ক্ষমা চাওয়া উচিত।”