পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর গ্রামে পানিতে ডুবে একসঙ্গে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এরা হলো- বিরামপুর গ্রামের দুলাল মিয়ার মেয়ে অন্তরা(৭) ও আইনাল হকের মেয়ে নাঈমা(৬)।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে অন্তরা ও নাঈমা খেলতে গিয়ে একসঙ্গে পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্থানীয় এলাকাবাসী পুকুর থেকে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দু্ইজনকে মৃত ঘোষণা করেন।