মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতকে দেখিয়ে দিতে চান আজমল

​ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে দল হারলেও বল হাতে ভালোই করেছিলেন সাঈদ আজমল। ৪ ওভার বল করে ১৮ রানের বিনিময়ে নিয়েছিলেন একটি উইকেট। কিন্তু মনটা খুঁত খুঁত করেই যাচ্ছে এই পাকিস্তানি অফ স্পিনারের। চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে হারটা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। জ্বালা জুড়ানোর উপায় একটাই। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে খেলতে হবে আরও একটা ম্যাচ। প্রতিশোধ নেওয়ার সেই সুযোগটা আজমল পেতে চান এই আসরেই।



এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরুই হয়েছিল ভারত-পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে। তবে সচরাচর যে রকম উত্তেজনা ছড়ায়, তার কিছুই টের পাওয়া যায়নি সেই ম্যাচে। প্রায় একতরফাভাবেই ৭ উইকেটের জয় পেয়েছিল ভারত। শুরুর মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচেও মুখোমুখি হয়ে যেতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। অন্তত কাগজে-কলমে হলেও সেই সম্ভাবনা আছে ষোল আনাই। ভারত তো ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে সেমিফাইনাল। আজমলের দৃষ্টিও এখন পরবর্তী দুইটি ম্যাচ জিতে শেষ চার নিশ্চিত করা। এই মুহূর্তে সেটা নিয়ে ভাবলেও আরেকবার ভারতীয় ব্যাটসম্যানদের মুখোমুখি হওয়ার জন্যই যে ব্যাকুল হয়ে আছেন, সেটাও স্বীকার করে নিয়েছেন আজমল, ‘সেমিফাইনালে যাওয়ার জন্য গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচই আমাদের জিততে হবে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ এই ম্যাচ দুটির দিকেই আমি মনোযোগ দিচ্ছি। তবে হ্যাঁ, এই আসরেই ভারতীয় ব্যাটসম্যানদের বিপক্ষে আরেকবার বোলিং করার সুযোগ পেলে আমার ভালোই লাগবে।’

আগে থেকেই পাকিস্তানের বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র আজমল। বাংলাদেশের স্পিনবান্ধব উইকেটে তাঁর গুরুত্বটা বেড়ে গেছে আরও কয়েক গুণ। প্রত্যাশার চাপে নুয়ে না পড়ে সেটা বরং উপভোগই করছেন ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ এই বোলার, ‘টি-টোয়েন্টিতে বোলিং করাটাই একটা বড় চ্যালেঞ্জ। ভারতের বিপক্ষে সেটা আরও বেশি চ্যালেঞ্জিং। কারণ, পাকিস্তান-ভারত ম্যাচে চাপ আর প্রত্যাশা থাকে অনেক বেশি। এখন আমি দলে আমার ভূমিকাটার সঙ্গে মানিয়ে নিয়েছি। আমি চাপের মধ্যে খেলতেই পছন্দ করি। কারণ আমার ওপরে সতীর্থরা অনেক ভরসা করে।’

সেমিফাইনাল নিশ্চিত করার লড়াইয়ে পাকিস্তানকে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পিটিআই

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি