সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিজয়নগরে দুপক্ষের সংঘর্ষ, আহত-৫

clashm-300x240প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ডালপা গ্রামে মশার কয়েল কেনাকে কেন্দ্র করে দু পক্ষের মাঝে সংঘর্ষ ও ব্যাপক ভাংচুর হয়। জানা যায়, মঙ্গলবার রাত ৮টার সময় নুরজাহান মাকের্টের রাষ্টু মিয়ার দোকান থেকে মশার কয়েল কিনতে যায় একই গ্রামের নান্নু মিয়া সর্দারের ছেলে রাজু মিয়া (২০) এসময় দুই টাকা নিয়ে দুই জনের মধ্যে বাকবিতর্ক শুরু হয়। বাক বির্তককে কেন্দ্র করে রাষ্ট্রু মিয়ার পক্ষ এবং রাজু মিয়ার পক্ষের ব্যাপক সংঘর্ষ শুরু হয়।

উভয় পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে ঘর বাড়ি ও দোকান পাঠ ব্যাপক ভাংচুর করে । পাশের কিন্ডার গার্টেন সৈয়দ বাহাউদ্দিন মিশন স্কুল ভাংচুর হয়। ঘটনাস্থলে আহত হয় দারু মিয়া (৩০), নান্নু মিয়া (৪৫), রাষ্ট্রু মিয়া (৩৫), রমজান (৫০), মোশারফ (২৫), রাজু মিয়া (৩০) কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বিজয়নগর থানার রসুল আহম্মদ নিজামী জানান খবর পেয়ে তাৎক্ষনিক অবস্থায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং উভয় পক্ষই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর