বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘একদা এখানে ছিল কুমার নদ’

nodiএক সময়ের উত্তাল কুমার নদ এখন পুরোপুরি মরা খাল। এই নদে এক সময় প্রবল সে াত আর উত্তাল ঢেউ ভেঙ্গে চলাচল করত শত শত পালতোলা নৌকা। চলাচল করত যাত্রীবাহী ও মালবাহী বড় বড় লঞ্চ। এ নদকেই কেন্দ্র করে এই এলাকায় গড়ে উঠেছিল অসংখ্য হাটবাজার। নানা জাতের দেশি মাছের জন্যও খ্যাতি ছিল এ নদের। মাছ উত্পাদন হত এ নদে। এ সবই এখন মন কেমন করা সুখস্মৃতি। দখলদাররা নদ ভরাট করে খুশিমত ফসলি জমি তৈরি করছে। অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও পাড় কেটে মাটি বিক্রির প্রতিযোগিতায় মেতে উঠে নদীর চিহ্নটিও মুছে ফেলতে মরিয়া কিছু লোক। এক কথায় বলা যায়, মরণ ঘন্টা বেজে গেছে কুমার নদের। আর কদিন বাদেই হয়তো ভূগোলের পাতায় লেখা থাকবে 'একদা এখানে ছিল কুমার নদ।'

এ জাতীয় আরও খবর