সরাইলে বাস খাদে পড়ে শিশুসহ নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন গাজীপুরের কালিগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে তরিকুল ইসলাম (১০) ও অজ্ঞাত পরিচয় এক যুবক (৩০)।
তবে, হতাহতের সংখ্যা বাড়তে পারে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলী আরসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।