বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এক বস্তা স্বর্ণের বার জব্দ

sona-চট্টগ্রামের শাহআমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানেরএকটি ফ্লাইট থেকে এক বস্তা স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এটি দেশে আটক সবচেয়ে বড় স্বর্ণের চালান। স্বর্ণগুলো বিমানের প্রত্যেক সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো ছিল। এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে।



মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দুবাই ফেরত বিমান থেকে এই বিপুল স্বর্ণ জব্দ করা হয়।



বিজি ০৩৬ নম্বরের এই ফ্লাইটটি দুবাই থেকে এসে বেলা ১১টা ১০ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। চট্টগ্রাম থেকে এটি ঢাকায় যাওয়ার কথা ছিল।



বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল। তিনি বলেন, ‘এটি দেশের সব চেয়ে বড় স্বর্ণের চালান।’