বাংলাদেশের পুলিশের প্রশংসা দ. আফ্রিকার
আমাদের ব্রাহ্মণবাড়িয়া মার্চ ২৪, ২০১৪
ডিসেম্বরেও ছিল সংশয়ের মেঘ। রাজনৈতিক অস্থিতিশীলতায় বাংলাদেশে শ্রীলঙ্কা আসবে কি না, এশিয়া কাপ হবে কি না। তার চেয়ে বড় সংশয় ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ এখানে হবে কি না। সবার প্রশ্ন তখন নিরাপত্তা নিয়ে। সব সংশয় দূর হয়েছে। সফলভাবেই বাংলাদেশ আয়োজন করেছে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ও এশিয়া কাপ। এখন ধুমসে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (মেয়ে ও ছেলে)। বাংলাদেশের নিরাপত্তা নিয়ে প্রশংসা করল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
ফেসবুকে সিএসএ’র অফিসিয়াল পেজে (www.facebook.com/CricketSouthAfrica) বাংলাদেশ পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থার একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘বাংলাদেশ পুলিশ জানে কীভাবে ভিআইপি নিরাপত্তা ব্যবস্থা করতে হয়। দল অনুশীলন যাওয়ার আগে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।’ এ পোস্টের নিচে বাংলাদেশ সম্পর্কে নানা ইতিবাচক মন্তব্যে ভরে উঠেছে।