বিজয়নগরে ৪০ কেজি ভারতীয় গাঁজা সহ ১ জন আটক ॥ ট্রাক জব্দ
প্রতিনিধি: আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পেটুয়াজুড়ি এলাকা থেকে ৪০ কেজি গাঁজা সহ সুমন মিয়া(২২) নামক একজনকে আটক করেছে পুলিশ।জানা গেছে, বিজয়নগরের চান্দুরা- আখাউড়া সড়কের পেটুয়াজুড়ি এলাকায় ঢাকা মেট্রো ট ১৬- ৬৫৩২ নম্বরের একটি ট্রাক তল্লাশী করে চম্পকনগর ফাড়ি পুলিশ ৪০ কেজি ভারতীয় গাজা সহ সুমন মিয়া(২২) নামক এক পাচারকারীকে ট্রাক সহ আটক করেছে। চম্পকনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক কবীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে পুলিশ এ অভিযান চালায়। এ ব্যাপারে মামলা হয়েছে।