কাউতলী এলাকায় বালুমহলের নৈশ্যপ্রহরীকে কুপিয়ে হত্যা
শহেরর আদালত পাড়ায় এক নৈশ্য প্রহরীকে কুপিয়ে হত্য করেছে দুর্বৃত্তরা। নিহত নৈশ প্রহরীর নাম মঙ্গল মিয়া(৩৫) । সে নরসিংদী জেলার বাসিন্দা। জানা গেছে, শনিবার রাতে শহরের কাউতলী এলাকায় বালুমহলের নৈশ্যপ্রহরী মঙ্গল মিয়া (৩৫) প্রতিদিনের মত দায়িত্ব পালন করছিল। সকালে স্থানীরা তার লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। গভীর রাতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্য করে বলে ধারণা করা হচ্ছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব হত্যাকান্ডের তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি হত্যার ঘটনা কি কারনে এটি ঘটেছে তা তদন্তে বেরিয়ে আসবে।