সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দেশে আনা হলো ‘শীর্ষ সন্ত্রাসী‌’ মুরাদকে

image_116923শেখ হাসিনার ওপর বোমা হামলা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী নাজমুল মাকসুদ মুরাদকে (৪০) ইন্টারপোলের সাহায্যে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে তাকে ঢাকায় আনা হয়। পুলিশ সুপার (সিআইডি) আব্দুল কাহার এই তথ্য নিশ্চিত করেছেন। আটক মুরাদ রাজধানীর উত্তর শাহজাহানপুরের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।





উল্লেখ্য, ১৯৮৯ সালে ধানমন্ডির ৩২ নম্বরে শেখ হাসিনার ওপর এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তার বিরুদ্ধে ধানমন্ডি থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে।





বিকেলে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর