গ্যাস সংযোগ দাবিতে সড়ক অবরোধ
সরাইলের বাড়িউড়া এলাকায় গ্যাস সংযোগের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। প্রায় ঘন্টাব্যাপী অবরোধে মহাসড়কের রাস্তার দু’পাশে প্রায় তিন কিলোমিটার যানযটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
মঙ্গলবার বিকেলে বাড়িউড়া এলাকার লোকজন সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ জানান, অবরোধের কারণে রাস্তার দু’পাশে যানযটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।