সোমবার, ২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বিএনপি’র জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচি ২০ মার্চ

Risvi-3ডেস্ক রিপোর্ট : 

উপজেলা পরিষদ নির্বাচনে নানা অনিয়মের প্রতিবাদে আগামী ২০ মার্চ সারাদেশের জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এছাড়া একই দিনে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হবে।

 

মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। 

 

তিনি বলেন, উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, দলীয় নেতাকর্মীদের ওপর হামালা ও হুমকি দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর