৬ উপজেলায় ভোট বর্জন, সহিংসতায় নিহত ৩
ব্যাপক সংঘর্ষ, কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই ও সহিংসতার মধ্য দিয়ে শেষ হয়েছে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন। সংঘাত-সহিংসতার কারনে নির্বাচন কমিশন তিন জেলায় ৯টি কেন্দ্রের নির্বাচন স্থগিত করেছে। সহিংসতায় বাগেরহাটে আওয়ামী লীগ সমর্থকদের হামলায় শিবির কর্মীর মৃত্যু হয়েছে। নেত্রকোনার মদনে পোস্টার ছিড়াকে কেন্দ্র করে গুলিতে মারা গেছেন এক বিএনপি কর্মী। এছাড়া শরিয়তপুরের নড়িয়ায় ব্যালট বাক্স ছিনতাইকালে পুলিশের গুলিতে এক আওয়ামী লীগ কর্মী মারা গেছে। কেন্দ্র দখল, জাল ভোট, হামলাসহ নানা অনিয়মের অভিযোগ এনে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ি ছয়টি উপজেলায় বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। কুমিল্লার নাঙ্গলকোট ও চৌদ্দগ্রামে আগামীকাল আধাবেলা হরতাল আহবান করা হয়েছে। এ দুটি উপজেলায় পুনরায় ভোট করার দাবি করেছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। বরিশালের মুলাদী, বাগেরহাটের মোড়েলগঞ্জ ও শরণখোলা, শরীয়তপুর সদর, কুমিল্লার লাঙ্গলকোট ও ফেনীর দাগনভূঞায় ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা। বরিশালের মুলাদী উপজেলা নির্বাচনে বিএনপি-সমর্থিত ও বিদ্রোহী প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। বেলা পৌনে ১১টার দিকে উপজেলার দলীয় কার্যালয়ে বিএনপি-সমর্থিত প্রার্থী মো. আবদুস সত্তার ভোট বর্জনের ঘোষণা দেন। প্রায় একই সময় বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনও পৃথকভাবে ভোট বর্জনের ঘোষণা দেন। বাগেরহাটের মোড়েলগঞ্জ ও শরনখোলা উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থীরা ভোট বর্জন করেছেন। নির্বাচনী ভোট কেন্দ্রে ভোটার ও এজেন্টদের মারপিট, কেন্দ্র থেকে বের করে দেয়া ও সহিংসতার অভিযোগে মোড়েলগঞ্জে বিএনপি প্রার্থী আব্দুল মজিদ জব্বার ও শরনখোলায় বিএনপি প্রার্থী খাঁন মতিয়ার রহমান ভোট বর্জনের ঘোষণা দেন। সকাল ১০টার দিকে তারা ভোট বর্জনের ঘোষণা দেন। ভোট কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়াসহ জাল ভোট দেয়ার অভিযোগে শরীয়তপুরর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাহবুব মোরশেদ টিপু মাদবর নির্বাচন বর্জন করেছেন। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নির্বাচন বর্জন করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী নজির আহমেদ ভ্ইূয়া। শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়ে ফেনীর দাগনভূঞায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছাড়া সব প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। শনিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা পfণ তারা।