৯ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত: ইসি-
তৃতীয় দফায় আজ শনিবার ৮১টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নির্বাচনী সহিংসতা এ পর্যন্ত নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, চাঁদপুরের কুচুয়ায় ৪টি, হাজীগঞ্জে ১টি, কুমিল্লা নাঙ্গলকোটে ২টি ও ফেনীর দাগনভুঞায় দুইটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
এই নির্বাচন কমিশনার বলেন, 'কিছু এলাকায় গোলযোগ ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। ডিসি, এসপি ও রিটার্নিং অফিসারদের কঠোর হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।