কাল থেকে বঙ্গপোসাগরে নিখোঁজ বিমানের অনুসন্ধানে প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামীকাল শনিবার থেকে বঙ্গপোসাগরে মালয়েশিয়ার নিখোঁজ বিমানটির অনুসন্ধান চালাবে দুটি টহল বিমান ও দুটি ফ্রিগেট। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।
উল্লেখ্য, গত ৭ মার্চ ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয় বেইজিংগামী মালয়েশীয় বিমান এমএইচ৩৭০। শনিবার বিমানটির সর্বশেষ খবর- রাডারে ধরা পড়া তরঙ্গ যাচাই করে বিশেষজ্ঞরা জানিয়েছেন- বিমানটি বঙ্গোপসাগরের ভারতীয় অঞ্চলভুক্ত দ্বীপপুঞ্জ আন্দামানের দিকে গেছে। এখবর প্রকাশের পরই প্রধানমন্ত্রী বঙ্গোপসাগর অঞ্চলে বিমানটি অনুসন্ধানের নির্দেশ দিলেন।