মুম্বাইয়ে সাততলা ভবনধসে বহু আটকা
ভারতের মুম্বাইয়ের পশ্চিমাঞ্চলীয় সান্তাক্রুজ শহরে সাততলা একটি ভবন ধসে পড়েছে। ভবনটির নিচতলায় অনেকেই আটকা পড়েছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ছয়জনকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, আজ দুপুরের দিকে ভবনটি ধসে পড়ে। ভবনটি এমনি বন্ধ ছিল। তবে নিচতলায় অনেকেই থাকত। ভবনটির ঠিক পাশেই একটি বড় বস্তি রয়েছে। পুলিশের আশঙ্কা, ভবনটির নিচে আটকে পড়া মানুষদের মধ্যে হয়তো বেশির ভাগই বস্তিবাসী। দমকল-কর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ শুরু হয়েছে।
উদ্ধার হওয়া ওই ছয়জনের মধ্যে দুজন গুরুতর আহত। তাঁদের ভি এন দেশাই হাসপাতালে ভর্তি করা হয়েছে।