শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবছরের ভেতরই সকল যুদ্ধাপরাধীর বিচার কাজ শেষ হবে : লন্ডনে মোক্তাদির চৌধুরী এমপি

1382321_511300678991435_477488697_n

ছবি : জনাব মেসবাহ উদ্দিন ইকু

মতিয়ার চৌধুরী ,লন্ডন : বাংলাদেশ এগিয়ে যাচ্ছে -ভবিষ্যতে আরো বহুদূর এগিয়ে যাবে। আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পুর্ণ, কল-কারখানায় উৎপাদন বাড়ছে, বাড়ছে মাথাপিছু আয়। তথ্য প্রযুক্তিতে সাউথ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক দূর এগিয়ে গেছি। এমন্তব্য লন্ডন সফররত ব্রাক্ষণবাড়িয়া সদর আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং পাক্ষিক মত ও পথ সম্পাদক র.আ.ম. উবায়দুল মোক্তাদির চৌধুরীর। গতকাল ১৩ফেব্রুয়ারী লন্ডন সময় রাত আটঘটিকায় ব্রাক্ষণবাড়িয়া সমিতি ইউকে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। র.আ.ম. উবায়দুল মোক্তাদির চৌধুরী বলেন যুদ্ধাপরাধের বিচরকে কেউ বাধাগ্রস্থ করতে পারবেনা, এই বছরের ভেতরই সকল যুদ্ধাপরাধীর বিচার কাজ শেষ হবে, যে কটি মামলার রায় ঘোষণা করা হয়েছে মার্চ মাসের ভেতরই এসব মামলার রায় কার্যকর করা হবে। তিনি বলেন বাংলাদেশের মানুষ চিরকালই সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী।  এদেশে উগ্রবাদের ঠাই হবেনা। ভবিষ্যৎ নিয়ে আমি মোটেই চিন্তিত নই।  নব প্রজন্ম জেগে উঠেছে।  আমার বিশ্বাস মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে যাবে। ওয়েষ্ট লন্ডনের ১২২ এ্যাকটন চার্চ রোডের তাজ রেষ্টুরেন্টে যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ব্রাম্মন বাড়িয়া সমিতি ইউকের সভাপতি এ্যাডভোকেট মেসবাহ উদ্দিন ইকুর সভাপতিত্বে ও ছাদেকুল আলম রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন সফররত মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপিকা ফাতিমা খাতুন, সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল হাদী, কাজী মাহমুদুল আমিন, ব্যারিষ্টার নজরুল ইসলাম ভূইয়া, কুদরতে খোদা, রবিন, আব্দুর রউফ মোহাম্মদ সেলিম, ওয়েষ্ট লন্ডন আওয়ামীলীগের সেক্রেটারী মাহবুবুর রহমান খোকন, সহিদুর রহমান, তারাউল ইসলাম, হাজী আব্দুল হান্নান, আশরাফ উদ্দিন হাজী উস্তার আলী, এম এ মতিন প্রমুখ। সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষনা করেছেন প্রতিটি জেলায় একটি করে বিশ্ব বিদ্যায়ল প্রতিষ্টা করা হবে, আর এর যাত্রা শুরু হবে ব্রাক্ষণবাড়িয়া থেকে।

সৌজন্যে : বিডি রিপোর্ট ২৪.কম

এ জাতীয় আরও খবর