কাল সারা দেশে বিএনপির বিক্ষোভ মিছিল
বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল শুক্রবার সারা দেশে জেলা, মহানগর ও উপজেলায় বিক্ষোভ মিছিল পালন করবে বিএনপি। একই সঙ্গে ঢাকা মহানগরীতে থানায় থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচির ঘোষণা দেন।
রিজভী বলেন, ক্ষমতাসীনদের আত্মীয়স্বজনদের মালিকানায় থাকা কুইক রেন্টালের ভর্তুকি দিতে জনগণের ওপর বিদ্যুতের দাম বাড়ানোর বোঝা চাপানো হয়েছে। ইতিমধ্যে কুইক রেন্টাল থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।