বুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

টি-২০ বিশ্বকাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

image_115537টি-২০ বিশ্বকাপের শুভ উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 



আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এর উদ্বোধন ঘোষণা করেন তিনি। 



এ উপলক্ষে ১১৫ কোটি টাকা ব্যয়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট নগরীর শোভাবর্ধন করা হয়েছে। 



বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে এই টুর্নামেন্টের পর্দা উঠবে আগামী ১৬ মার্চ। বিদেশি দলগুলোকে বাড়তি নিরাপত্তা দেবে আইনশৃঙ্খলা বাহিনী। 



এদিকে, জমকালো কনসার্টের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গানে গানে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাগত জানানো হয় টি-২০ বিশ্বকাপকে।