রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নিশাতের সমর্থনে সভা অনুষ্ঠিত

upzila-election-1_14280_01ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী  এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সমর্থনে তার নিজ গ্রাম পুনিয়াউটের সর্বস্থরের লোকজনের এক সভা বুধবার পুনিয়াউট  দক্ষিন পাড়া মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। 



প্রবীন রাজনীতিবিদ নূরুল ইসলাম খান জীবনের সভাপতিত্বে  এতে বক্তৃতা করেন বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহিদ খান লাভলু,এলাকার কৃতি সন্তান জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: হেলাল উদ্দিন,সাবেক কমিশনার রকিব আহমেদ খান,৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মুরাদ খান,৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি জিয়াউল হক খান রতন,পুনিয়াউট গ্রাম আওয়ামীলীগের সভাপতি বকুল খান,সিটি সেন্টার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শাহাদত হোসেন খান,খালেক খান,মালেক খান, ফতু খান, শাহাদত হোসেন খান খোকন,এডভোকেট নজরুল ইসলাম খান,জামাল খান, শরীফ খান,ফেরদৌস খান,ফায়েজ ভূইয়া, ইলিয়াছ খান পিন্টু,মো: আলাউদ্দিন খান,জালাল খান, নজরুল ইসলাম খান ,ইকবাল হোসেন খান লিটন, জিয়াউল হক খান টুক্কু,বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল খান,সাঈদুর রহমান খান,আবদুস শামীম বাতেন, শিক্ষানবীশ আইনজীবি নিয়াজ মাঈনুদ্দিন খান পাশা,আমীর হোসেন খান অপন,মিজানুর রহমান খান পাপ্পু, মো: ইউসুফ, মো: নান্টু, সুজন খান,রেন্টু খান,ব্যবসায়ী বাকীর হোসেন খান,শিক্ষানবীশ আইনজীবি ইসমাইল হোসেন খান, রুবেল খান,দুলাল খান ও প্রার্থী তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ।



সভা পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক কাউছার আহমেদ খান। সভায় বক্তারা দলমত নির্বিশেষে গ্রামের প্রার্থী হিসেবে ঐক্যবদ্ধভাবে নিশাতের পক্ষে কাজ করার আহবান জানিয়ে বলেন, গ্রামের পক্ষ থেকে নির্বাচন পরিচালনার দায়িত্বভার আমাদের । পুরো নির্বাচনী এলাকায় ছড়িয়ে পড়ে পুনিয়াউটবাসীকে নির্বাচনী প্রচারনা ও গনসংযোগ চালানোর আহবান জানানো হয়। তারা বলেন আজ থেকেই নির্বাচনী কাজে সকলকে ঝাপিয়ে পড়তে হবে এবং মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করে  নিশাতের বিজয় নিয়ে ঘরে ফিরতে হবে। গ্রামবাসীও এই আহবানে সারা দিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ জাতীয় আরও খবর

শিশু আয়ান : দুই চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

অস্কারে মনোনয়ন পেল কানে পুরস্কৃত ৮ সিনেমা

শুধু দেশে না, দেশের বাইরে থেকে চক্রান্ত হচ্ছে

ফরিদপুরে মৌমাছির কামড়ে যুবকের মৃত্যু, আহত ১৬

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

ওয়ান/ইলেভেন চাই না, এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই

সতর্ক না হলে বিএনপির ভবিষ্যৎ কী হবে জানি না: ফয়জুল করীম

হাজার কোটি টাকায় নলকূপ বসাতে চায় ওয়াসা, ঝুঁকির মুখে ঢাকা

মার্কিন স্বপ্নে বিভোর ভারতীয়দের দুশ্চিন্তা বাড়াচ্ছে ট্রাম্পের ভিসা নীতি

৪ নারী সেনার বিনিময়ে মুক্তি পেলেন ২০০ ফিলিস্তিনি

গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়

‘আওয়ামী লীগপন্থি’ রিয়াজুলই থাকছেন এনসিটিবির চেয়ারম্যান!