মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা পেতে থানা ঘেরাও

Thanaডেস্ক রিপোর্ট :সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা পেতে নবীনগর থানা ঘেরাও করেছে শতাধিক নারী-পুরুষ।

বুধবার দুপুরে নবীনগর পৌর এলাকার নারায়ণপুর গ্রামের ভুক্তভুগীরা থানায় অবস্থান নিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাদের আশ্বস্ত করেন।

ভুক্তভুগীরা অভিযোগ করেন, গত কয়েকমাস ধরে হত্যা মামলার আসামি স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার ছেলে ও তার বাহিনীর অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ তারা। পুলিশকে জানিয়েও কোনো প্রতিকার না পেয়ে গ্রামবাসী থানা ঘেরাও করতে বাধ্য হয়।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওয়ার্ড কাউন্সিলর ছিদ্দিক মিয়া ও স্থানীয় আলীয়াবাদ গ্রামের জহিরুল হক সর্দারের নেতৃত্বে নারায়ণপুর গ্রামের সওদাগর পাড়ার শতাধিক নারী-পুরুষ থানায় অবস্থান করছে। গ্রামবাসীর দাবি, তাদের অভিযোগ জানাতে ওসির জন্য আধঘণ্টা ধরে থানায় অবস্থান করছেন।

পৌর কাউন্সিলর ছিদ্দিক মিয়া ও জহিরুল হক সর্দার বলেন, ‘জুনাইদের সন্ত্রাসী কার্যকলাপের বহু ঘটনা তার বাবার (জাহাঙ্গীর ঠিকাদার) কাছে নালিশ কইরাও কোনো লাভ হয় নাই। তাই গ্রামের লোকজন এর প্রতিকার চাইতে শেষ পর্যন্ত আমাদেরকে থানার ওসির কাছে লইয়া আসে। আমরা প্রশাসনের কাছে এর প্রতিকার চাই।’

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জাহাঙ্গীর হোসেন ঠিকাদার বলেন, ‘আমার ছেলে জুনাইদ একটি হত্যা মামলার আসামি । তাই সে গ্রামে থাকে না। তবে আমার ছেলের বিরুদ্ধে গ্রামের যারা থানায় নালিশ করতে গেছে, তারা গ্রামের খুবই নিরীহ মানুষ। সুতরাং আমার ছেলেকে পেলে আমি নিজেই তার কঠিন বিচার করব।’

নবীনগর থানার ওসি আবু জাফর বলেন, ‘জুনাইদ হত্যা মামলার আসামি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। খুব দ্রুত তাকেসহ তার বাহিনীকে গ্রেপ্তার করা হবে।’

 

এ জাতীয় আরও খবর

অধ্যাদেশ জারি: বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল

আজমির শরিফে গিয়ে বিচার চাইলেন অভিনেত্রী শ্রাবন্তী

পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

পরিবহন খাতের মাফিয়া ছিল শাজাহান খান গং

চাঁদা ও দখলবাজি রোধে হিমশিম খাচ্ছে বিএনপি

ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপড়েন

সহিংসতায় উত্তপ্ত মণিপুরের বর্তমান অবস্থা সম্পর্কে যা জানা গেলো

আবু সাঈদ হত্যায় অভিযুক্ত দুই পুলিশ সদস্য গ্রেফতার

হাত ধোয়ার জন্য ফের ২০ কোটি টাকা আবদার!

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির উসকানির অভিযোগে হৃদয় গ্রেফতার

বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল

এইচএসসির ফল কবে জানে না বোর্ড, প্রস্তাবনার অনুমোদনও মেলেনি