মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা পেতে থানা ঘেরাও

Thanaডেস্ক রিপোর্ট :সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা পেতে নবীনগর থানা ঘেরাও করেছে শতাধিক নারী-পুরুষ।

বুধবার দুপুরে নবীনগর পৌর এলাকার নারায়ণপুর গ্রামের ভুক্তভুগীরা থানায় অবস্থান নিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাদের আশ্বস্ত করেন।

ভুক্তভুগীরা অভিযোগ করেন, গত কয়েকমাস ধরে হত্যা মামলার আসামি স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার ছেলে ও তার বাহিনীর অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ তারা। পুলিশকে জানিয়েও কোনো প্রতিকার না পেয়ে গ্রামবাসী থানা ঘেরাও করতে বাধ্য হয়।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওয়ার্ড কাউন্সিলর ছিদ্দিক মিয়া ও স্থানীয় আলীয়াবাদ গ্রামের জহিরুল হক সর্দারের নেতৃত্বে নারায়ণপুর গ্রামের সওদাগর পাড়ার শতাধিক নারী-পুরুষ থানায় অবস্থান করছে। গ্রামবাসীর দাবি, তাদের অভিযোগ জানাতে ওসির জন্য আধঘণ্টা ধরে থানায় অবস্থান করছেন।

পৌর কাউন্সিলর ছিদ্দিক মিয়া ও জহিরুল হক সর্দার বলেন, ‘জুনাইদের সন্ত্রাসী কার্যকলাপের বহু ঘটনা তার বাবার (জাহাঙ্গীর ঠিকাদার) কাছে নালিশ কইরাও কোনো লাভ হয় নাই। তাই গ্রামের লোকজন এর প্রতিকার চাইতে শেষ পর্যন্ত আমাদেরকে থানার ওসির কাছে লইয়া আসে। আমরা প্রশাসনের কাছে এর প্রতিকার চাই।’

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জাহাঙ্গীর হোসেন ঠিকাদার বলেন, ‘আমার ছেলে জুনাইদ একটি হত্যা মামলার আসামি । তাই সে গ্রামে থাকে না। তবে আমার ছেলের বিরুদ্ধে গ্রামের যারা থানায় নালিশ করতে গেছে, তারা গ্রামের খুবই নিরীহ মানুষ। সুতরাং আমার ছেলেকে পেলে আমি নিজেই তার কঠিন বিচার করব।’

নবীনগর থানার ওসি আবু জাফর বলেন, ‘জুনাইদ হত্যা মামলার আসামি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। খুব দ্রুত তাকেসহ তার বাহিনীকে গ্রেপ্তার করা হবে।’

 

এ জাতীয় আরও খবর

শাকিবের বিপরীতে ভারতীয় নায়িকা কেন, প্রশ্ন তুললেন দীপা

৫ জনকে বোকা বানিয়ে মেসির অসাধারণ গোল

ইয়েমেনি গোষ্ঠীর হামলায় লোহিত সাগরে ডুবে গেল জাহাজ

সোনার দাম ভরিতে কমল ১৫৭৫ টাকা

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৯২

গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে রাজপথে নেমেছি: নাহিদ ইসলাম

জাপার নতুন মহাসচিব শামীম হায়দার

ঋতুপর্ণাদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

ইসলাম গ্রহণ করলেন জাপানি পর্ন তারকা

৩ বিদ্রোহী নেতাকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি দিলেন জিএম কাদের

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার তাগিদ প্রধান উপদেষ্টার