সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের লক্ষ্য ১৪৩ রান

BD AAPক্রীড়া প্রতবিদেক : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ১৪৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করিয়েছে সংযুক্ত আরব আমিরাত।টস জিতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তারা ৭ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে।

অধিনায়ক খুররম খান দলের এ সংগ্রহে সামনে থেকেই নেতৃত্ব দেন। মাত্র ৩৫ বলে ৬ বাউন্ডারি এবং ১ ছক্কায় দলীয় সর্বোচ্চ ৪৪ রান করে তিনি ফরহাদ রেজার দ্বিতীয় শিকার হিসেবে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। এছাড়াও ২৩ বলে ৫ বাউন্ডারিতে ৩১ রান করা ওপেনার ফাইজান আসিফও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
শাইমান আনোয়ার  ও ওপেনার আমজাদ আলী ১৯ রান করে করেন।

বাংলাদেশের পক্ষে ফরহাদ রেজা ২ ওভারে ২৫ রান ব্যয় করে দুটি উইকেট নেন। এছাড়াও আল আমিন হোসেন, রুবেল হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ ও আব্দুর রাজ্জাক একটি করে উইকেট নেন।

এর আগে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক খুররম খান। প্রতি দলে ১৫ জন খেলোয়াড়ই অংশ নিচ্ছেন এ ম্যাচে। তবে ব্যাটিং ও ফিল্ডিং করতে পারবেন ১১ জন করে।

সংক্ষিপ্ত স্কোর:

সংযুক্ত আরব আমিরাত ২০ ওভার ১৪২/৭ (খুররম ৪৪, ফাইজান ৩১, আমজাদ ১৯, শাইমান ১৯, শেঠি ১১, ফরহাদ ২/২৫, রাজ্জাক ১/১৫, রুবেল ১/১৮, মাহমুদুল্লাহ ১/১৯, আল আমিন ১/২৫)

বাংলাদেশ দল: তামিম ইকবাল,আনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক),নাসির হোসেন,মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক,ফরহাদ রেজা, আব্দুর রাজ্জক, রুবেল হোসেন ও আল আমিন হোসেন।

সংযুক্ত আরব আমিরাত দল: খুররম খান (অধিনায়ক), আমজাদ আলী, ফাইজান আসিফ, এএম গুরুগে, রোহান মোস্তফা, শায়মান আনোয়ার, শাদিপ সিলভা, স্বপ্নিল পাতিল, ভিক্রান্ত শেঠি, মোয়াজ কাজি, রোহিত সিং, শরিফ আসাদুল্লাহ, আহমেদ রেজা। 

এ জাতীয় আরও খবর

কারাদণ্ড থেকে খালাস গিয়াস উদ্দিন আল মামুন

ভোটের অধিকার প্রতিষ্ঠায় নেমেছে ইসি: নাসির

সালমান-আনিসুল-পলকসহ ১৬ জন নতুন মামলায় গ্রেপ্তার

‘মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, মন্ত্রণালয়ের নয়’

পুলিশ, র‌্যাব, আনসারের নতুন পোশাক চূড়ান্ত

৪০ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

অন্তর্বর্তী সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না: খন্দকার মোশাররফ

বিজিবির জন্য কেনা হচ্ছে সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল

শিক্ষা ভবনের সামনে অবস্থান নিলেন ৩৫ প্রত্যাশীরা

আজ সুইজারল্যান্ড যাচ্ছেন ড. ইউনূস

বাঞ্ছারামপুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন

এসকে সুরের বাসা থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার