চট্টগ্রামে ট্রেন-বাস সংঘর্ষ: নিহত ৫
ট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল রেল ক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২০ জন। এ ঘটনায় রেলওয়ে দুইটি তদন্ত কমিটি গঠন করেছে।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। হতাহতরা একটি পোশাক কারখানার নারী শ্রমিক। তবে তাৎক্ষণিকভাবে কারো নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী চট্টগ্রাম-আরাকান সড়ক অবরোধ করে ব্যাপক ভাঙচুর চালিয়েছে।
স্থানীয়রা জানায়, ঘটনাস্থলে ৪জন এবং হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা যায়।
জানাগেছে, দোহাজারী থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি বাহির সিগন্যাল রেল ক্রসিং অতিক্রম করার সময় পোশাক কারখানার শ্রমিকবাহী হিউম্যান হলারটি (রাইডার) রেল লাইনে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় হলারটি দুমড়ে মুচড়ে অন্তত কয়েকগজ দূরে নিয়ে যায় বলে প্রতক্ষ্যদর্শীরা জানান।
চান্দগাঁও থানার ওসি শাহ আবদুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে আছি।
বিলকিছ নামে আহত এক শ্রমিক জানায়, দুর্ঘটনার সময় বাস চালক কানে হেড ফোন লাগিয়ে মোবাইল ফোনে গান শুনছিল। এ কারণে দুর্ঘটনা ঘটেছে।
এদিকে এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করেছে। এর মধ্যে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলীকে প্রধান করে ৫ সদস্যের একটি এবং বিভাগীয় ম্যানেজারকে প্রধান করে ৫ সদস্যের অপর একটি কমিটি গঠন করা হয়েছে।