বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে ট্রেন-বাস সংঘর্ষ: নিহত ৫

Busডেস্ক রিপোর্ট :

ট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল রেল ক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২০ জন। এ ঘটনায় রেলওয়ে দুইটি তদন্ত কমিটি গঠন করেছে।



আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে।



আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। হতাহতরা একটি পোশাক কারখানার নারী শ্রমিক। তবে তাৎক্ষণিকভাবে কারো নাম পরিচয় জানা সম্ভব হয়নি।



এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী চট্টগ্রাম-আরাকান সড়ক অবরোধ করে ব্যাপক ভাঙচুর চালিয়েছে।



স্থানীয়রা জানায়, ঘটনাস্থলে ৪জন এবং হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা যায়।



জানাগেছে, দোহাজারী থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি বাহির সিগন্যাল রেল ক্রসিং অতিক্রম করার সময় পোশাক কারখানার শ্রমিকবাহী হিউম্যান হলারটি (রাইডার) রেল লাইনে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় হলারটি দুমড়ে মুচড়ে অন্তত কয়েকগজ দূরে নিয়ে যায় বলে প্রতক্ষ্যদর্শীরা জানান।



চান্দগাঁও থানার ওসি শাহ আবদুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে আছি।



বিলকিছ নামে আহত এক শ্রমিক জানায়, দুর্ঘটনার সময় বাস চালক কানে হেড ফোন লাগিয়ে মোবাইল ফোনে গান শুনছিল। এ কারণে দুর্ঘটনা ঘটেছে।



এদিকে এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করেছে। এর মধ্যে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলীকে প্রধান করে ৫ সদস্যের একটি এবং বিভাগীয় ম্যানেজারকে প্রধান করে ৫ সদস্যের অপর একটি কমিটি গঠন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

৫ দিন ধরে ইন্টারনেটে ধীরগতি, স্বাভাবিক হতে লাগবে ১ মাস

ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ ফলনের ‘জারা লেবু’,  ওজন এক কেজি 

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ