সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

স্থগিত শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ২৮ মার্চ

image_114682১৭ জেলার স্থগিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্ব পরিবর্তিত তারিখ হিসেবে আগামী  ১৮  মার্চের কথা ঘোষণা করা হয়েছে। এর আগে আগামী ১৪ মার্চ পরীক্ষা হওয়ার কথা ছিল। আজ সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ মার্চ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএমএসের মাধ্যমে প্রার্থীদের পরীক্ষা সংক্রান্ত তথ্য জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এর আগে প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়ায় গত বছরের ৮ ডিসেম্বর ১৭ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল করা হয়।

এ জাতীয় আরও খবর