মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভি.পি শামীম কে সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য আলোচনা সভা অনুষ্ঠিত ।

upzila-election-1_14280_01ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা উত্তরাঞ্চলের বি.এন.পি নেতৃবৃন্দরা ৯০এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের কারা নির্যাতিত নেতা, জেলা ছাত্রদলের বিপ্লবী সাবেক আহবায়ক,জেলা বি.এন.পির সমাজ কল্যান সম্পাদক ও সাবেক ভি.পি আবু শামীম মোঃ আরিফ কে মনোনয়ন দেওয়ার জন্য জেলা বি.এন.পির নিকট আবরও জোড়ালো দাবী জানান এবং কোন সুবিধাবাদি কে মেনে নেওয়া হবে না বলে তারা সকলেই এ আহব্বান জানান।

 

জেলা বি.এন.পির নেতৃবৃন্দকে অত্যন্ত জোড়ালো ভাবে তাদের মনোভাব প্রকাশ  করেন। গত কাল বিকেলে টি.এ রোডস্থ ভি.পি শামীমের নির্বাচনী অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায়  মজলিসপুর ইউ.পির সাবেক চেয়ারম্যান ও ইউ.পির বি.এন.পির সভাপতি সুবেদ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বি.এন.পির সদস্য  ও সাবেক ভি.পি আপেল মাহমুদ জেলা বি.এনপির সদস্য জিয়াউদ্দিন মুন্সি আঙ্গুর, নিয়ামত খান,বি.এন.পি নেতা রায়হানুল ইসলাম, সাভেক ভি.পি জহিরুল ইসলাম চৌধুরী লিটন,সাবেক ভি.পি তাজুল ইসলাম, মজলিশ পুর ইউনিয়ন বি.এন.পির সাধারন সম্পাদক আবুল কাশেম মুন্সি,সহিলপুর ইউ.পির সাধারন সম্পাদক নাসিরউদ্দিন খন্দকার, মজলিশ ইউ.পির সহ-সভাপতি ডাঃ ফিরোজ, বুধল ইউ.পির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব, সুহিলপুর ইউ.পির  সহ-সভাপতি    কাজী এণামূল হক আব্দুর রউফ, সুহিলপুর ইউ.পির সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দিন, বুধল ইউ.পির সংগঠনিক সম্পাদক বজলুর রহমান, তালশহর ইউ.পির সাধারন সম্পাদক মিন্টু ডাক্তর, তালশহর কৃষক দলের সভাপতি হাবিব মিয়া, মজলিশ পুর শ্রমিক দলের সভাপতি সামাদ মেম্বার, তালশহর ইউ.পির বিশিষ্ট্য মরুব্বী সামসুজ্জামান, সুহিলপুর বি.এন.পি নেতা মোশারফ কাজী, মজলিশপুর বি.এন.পি নেতা ফিরূজ, তালশহর পূর্ব ইসলামী ঐক্য জোটের সিনিয়র সহ-সভাপতি সাদেক মোল্লা, সাধারন সম্পাদক শাহিন মোল্লা, জেলা ছাত্র দলের সহ-সাভপতি এনামুল হক জুয়েল জেলা ছাত্রদলের  যুগ্ন সম্পাদক আজহারুল ইসলাম দিদার, ছাত্রদল নেতা রুমেল উদ্দিন আহমেদ,সজীবুর রহমান সজীব,শেখ মোঃ গিয়াস খন্দকার কামাল,সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক আলাউদ্দিন মুন্সি রুবেল,প্রফেসর মোশারফ হোসেন ভুইয়া,প্রফেসর মোস্তাফিজুর রহমান শিরু, সদস্য এডঃ বশির আহাম্মেদ, বুধল যুবদলের সাবেক সভাপতি ও সেচ্চাসেবক দল নেতা আক্তার হোসেন, সদস্য বশির আহাম্মেদ, বুধল ইউ .পির যুবদল নেতা রাকিব, লোকমান, গিয়াস, তালশহর ইউ.পির যুবদলের নেতা মানিক, হুমায়ন, সুহিলপুর যুবদলের  নেতা  হুমায়ুন,কায়কোয়াছ, বেলাল মোল্লা, রাশেদ, সুহিলপুর শ্রমিক দলের সভাপতি হারুন মোল্লা, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাসির, ইউসুফ, আবু সায়েদ, ইমন, আনোয়ার। ছাত্রদল নেতা মাসুম,নূর-আলম, মুর্শেদ, রাসেল, রিয়াদ, প্রমুখ।

 

নেতৃবৃন্দরা আলোচনা সভায় বলেন জেলা বি.এন.পি থেকে ভি.পি শামীম কে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার জন্য জেলা বি.এন.পির নিকট অনুরোধ জানান।

এ জাতীয় আরও খবর

ঢাকায় ৩৬ ঘণ্টায় ফিটনেসবিহীন ৪৮৮ যানবাহনের বিরুদ্ধে মামলা

দিনে ১২ প্রবাসীর লাশ আসে দেশে

অনির্দিষ্টকালের জন্য আইপিএল থেকে বিরতিতে ম্যাক্সওয়েল

ফরিদপুরে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১১

ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলের খরচ ১.৩ বিলিয়ন ডলার, তেহরানের খরচ তেলআবিবের এক দশমাংশ

১৫০ উপজেলায় ১৮৯১ প্রার্থীর মনোনয়ন দাখিল

ডিপিএলে এক ম্যাচে তিন সেঞ্চুরি

মুস্তাফিজের আইপিএলে খেলার ছুটি বাড়াল বিসিবি

আ’লীগ থেকে বড় মনিকে সাময়িক অব্যাহতি

পথে-ঘাটে-সচিবালয়ে, সর্বত্র ইসরায়েলে ইরানের হামলার প্রসঙ্গ

ইসরায়েলের আকাশে শক্তি প্রদর্শন ইরানের

নিজেদের রেকর্ড ভেঙে আইপিএলের সর্বোচ্চ রান হায়দরাবাদের