আশুগঞ্জে দু’দলের সংঘর্ষে, আহত-৫০
আশুগঞ্জ, প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় দুর্গাপুর ইউনিয়নে দু‘দল দাঙ্গাবাজের ৩ ঘন্টা সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জন নারী পুরুষ আহত হয়েছে। এসময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা হয় । আহতদেরকে জেলা সদর হাসপাতাল সহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক। পুলিশ ১০ রাউন্ড টিয়ারসেল ও ২০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রোববার রাতে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে পুর্ব সূর্ত্রতার জের ধরে বারকার বাড়ি ও বারগিরা বাড়ির লোকদের মধ্যে কতা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুর হয়ে গেলে এতে প্রায় ২ ঘন্টা সংঘর্ষের চলে। এসময় উভয়পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম ফারুক জানান তুচ্ছ ঘটনাকে কেন্দ্র কর্রে দু'দলের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।