শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইনজীবি সমিতিতে নিশাত-এর গণসংযোগ মাথায় হাত রেখে দোয়া করলেন হারুন আল রশিদ

upzila-election-1_14280_01আইনজীবি সমিতির সদস্য হিসেবে দলমত নির্বিশেষে সকল আইনজীবির সমর্থন ও দোয়া কামনা করে জেলা আইনজীবি সমিতির সদস্যদের মধ্যে গণসংযোগ করেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মহিলা ভাইস চেয়ারনম্যান প্রার্থী অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। 

গণসংযোগের প্রথম দিনে গতকাল রোববার জেলা আইনজীবি সমিতি ভবনে তিনি সিনিয়র আইনজীবি সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপি নেতা হারুন-আল রশিদের সঙ্গে সাক্ষাত করেন। তিনি হারুন আল রশিদের কাছে দোয়া ও আইনজীবি হিসেবে তার সমর্থন কামনা করেন। হারুন আল রশিদ এসময় তার মাথায় হাত রেখে দোয়া করেন। এরপরই তিনি জেলা আইনজীবি সমিতির সভাপতি সারোয়ার-ই আলম এর সঙ্গে সাক্ষাত করে দোয়া কামনা করেন। এছাড়া তিনি সাবেক পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুল আলম খোকন, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, অ্যাডভোকেট মুর্শেদ আলম, অ্যাডভোকেট দ্বীন ইসলামসহ ওইসময় সমিতি ভবনে উপস্থিত আইনজীবিদের সঙ্গে সাক্ষাত করে দোয়া কামনা করেন এবং বারের সদস্য হিসেবে দল-মত নির্বিশেষে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাকে সমর্থন দেয়ার অনুরোধ করেন। তিনি আদালত এলাকায় উপস্থিত জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সঙ্গেও দেখা করে দোয়া চান। এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারণ মানুষের মধ্যেও গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে অ্যাডভোকেট নিশাতের সঙ্গে ছিলেন জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ওসমান গণি, অ্যাডভোকেট নাজমুল হক রিটন, অ্যাডভোকেট শারমিন, অ্যাডভোকেট মোশাররফ হোসেন প্রমুখ। অ্যাডভোকেট নিশাত আজ সোমবার আবারও আইনজীবি সমিতিতে গণসংযোগ করবেন। 

এ জাতীয় আরও খবর

পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা হয়নি, জানাল তেহরান

ঈদযাত্রায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪৩৮ জন

নব্য বাকশাল কায়েম করেছে সরকার: মির্জা ফখরুল

যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি

নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধ করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

আ.লীগের সব পর্যায়ের কমিটি গঠন ও সম্মেলন বন্ধ : কাদের

৪২ ডিগ্রি ছাড়াল চুয়াডাঙ্গার তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ

সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪২.৬ ডিগ্রি, ঢাকায় ৪০ পার

তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ৫ দিন বন্ধ ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন : সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল নির্বাচিত

তাপপ্রবাহ : প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি না করানোর নির্দেশ