ব্রাহ্মণবাড়িয়ার আলোকিত সন্তানদের সংবধনা অনুষ্টান॥
আগামী ১২ মার্চ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় টি এস সি মিলনায়তনে বিকাল ৫টায় “আলোকিত ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া’র আলোকিত সন্তান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাড. সায়েদুল হক এম পি, আইন মন্ত্রী অ্যাড.আনিসুল হক, খাদ্যমন্ত্রী এডঃ কামরুল ইসলাম এবং নব নিবাচিত সংসদ সদস্য যথাক্রমে র,আ,ম উবায়দুল মোক্তাদির চৌধুরী , ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম ,অ্যাড.জিয়াউল হক মৃধা ও ফয়জুর রহমান বাদল বৃন্দকে সংবধনার উদ্যোগ নেয়া হয়েছে ।
অনুষ্টানে সভাপতিত্ব করবেন আলোকিত ব্রাহ্মণবাড়িয়া’র সভাপতি এনামুল হক ভূঞা ।
আলোকিত ব্রাহ্মণবাড়িয়’র সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু সকল মহলকে উক্ত সংবধনা প্রদান অনুষ্টানে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রন জানিয়েছেন ।