ঐশীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র
ডেস্ক রিপোর্ট :গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান এবং তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার ঘটনায় তাদের মেয়ে ঐশীসহ চারজনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ।
রোববার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবু আল খায়ের।
অভিযোগপত্রে ঐশী রহমান ছাড়াও তার বন্ধু জনি, রনি এবং গৃহকর্মী সুমিকে আসামি করা হয়েছে।
গত ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগের একটি ফ্ল্যাট থেকে এসবি পরিদর্শক মাহফুজ ও তার স্ত্রী স্বপ্নার লাশ উদ্ধার করে পুলিশ।
আলোচিত এ ঘটনার পর তাদের মেয়ে ঐশী থানায় আত্মসমর্পণ করেন। পরে পুলিশ ঐশীর বন্ধু মিজানুর রহমান রনি, আসাদুজ্জামান জনি, ঐশীদের বাসার গৃহকর্মী খাদিজা খাতুন সুমিকে গ্রেফতার করে।