নবীনগরে ২ প্রতিবন্ধীকে কুপিয়ে জখম
নবীনগর প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মহল্লা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় প্রতিবন্ধী পিতা-পুত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মহল্লা গ্রামের প্রতিবন্ধী আবদুল্লাহর জমির ধান পার্শ্ববর্তী বগডহর গ্রামের নুরুল ইসলাম কেটে নিয়ে যাওয়ার সময় প্রতিবন্ধী আবদুল্লাহ (৬০) ও তার ছেলে রাশেদ (১৮) বাধা দিলে কুপিয়ে জখম করে পিতা-পুত্রকে। পরে স্থানীয়রা উদ্ধার করে নবীনগর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে ওসি আবু জাফর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায় মামলা নেয়া হয়েছে আজকালের মধ্যেই আসামি গ্রেপ্তার করা হবে।