নাসিরনগরে তিনদিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
দশটি কৃষি অঞ্চলে কৃষি তথ্য সার্ভিসের কার্যক্রম নিবিড়করণ প্রকল্পের আওতায় কৃষি তথ্য সার্ভিস কুমিল্লা অঞ্চলের উদ্যোগে “পরিবর্তিত জলবায়ুতে অভিযোজিত কৃষি প্রযুক্তি” শীর্ষক ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার সমাপ্ত হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কোর্সের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ বাছির উদ্দিন।আই এ আই এস প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ অঞ্জন কুমার বড়–য়ার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন শস্য উৎপাদন বিশেষজ্ঞ কৃষিবিদ মোঃ কবির হোসেন, বাংলাদেশ বেতারের কুমিল্লার আঞ্চলিক পরিচালক মোঃ আসাদউল্লাহ,উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহম্মদ,উক্ত প্রকল্পের আঞ্চলিক পরিচালক কৃষিবিদ ডঃ আবদুল মাজেদ,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন । এ প্রকল্পের আঞ্চলিক পরিচালক কৃষিবিদ ডঃ আবদুল মাজেদ জানান, প্রশিক্ষণের বিষয়বস্তু অত্যন্ত সময়োপযোগী। এ প্রশিক্ষণের মাধ্যমে এলাকার কৃষকরা উপকৃত হবে।