শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

কসবার শতবর্ষের স্বাক্ষী, ব্রহ্মচারী মানিক মহারাজ আর নেই

maharaj04.03.14কসবা উপজেলার ঐতিহ্যবাহী খেওড়া শ্রীশ্রী মা আনন্দময়ী আশ্রমের সভাপতি, আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক, মন্দিরের পূজারী এবং আনন্দময়ী মায়ের স্নেহধন্য ব্রহ্মচারী মানিক মহারাজ (১২৬) সোমবার (৩ মার্চ) সকালে খেওড়া আনন্দময়ী আশ্রমে পরলোক গমন করেন। তাঁর মৃত্যুতে পুরু এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁকে একনজর দেখার জন্যে হাজার হাজার মানুষের ঢল পড়ে। ওইদিন বিকেলে আশ্রমের পাশে তাঁর মরদেহ সমাধিস্থ করা হয়।

উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল ও উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান তাঁর মরদেহে পূষ্পার্ঘ্য অর্পন করেন। এদিকে খেওড়া আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ব্রহ্মচারী মানিক মহারাজের মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় ।

এছাড়াও কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, কসবা শ্রীশ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি খোকন রায়, কুটি শ্রীশ্রী জগন্নাথ দেব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মন্তোষ চন্দ্র সাহা, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রতন চন্দ্র সাহা ও খেওড়া আনন্দময়ী আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তুলশী চন্দ্র সাহা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

অপরদিকে খেওড়া আনন্দময়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নারায়ন চন্দ্র সাহা মনি বলেন, ব্রহ্মচারী মানিক মহারাজের মৃত্যুতে গ্রামের মানুষ আজ অভিভাবক শূন্য হয়ে পড়েছে। তিনি মায়ের পূজো আর মানুষের ভালোবাসার মাঝেই জীবন কাটিয়েছেন। তিনি খেওড়া গ্রামকে মায়ের মতো ভালোবাসতেন। তিনি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শিক্ষার আলো বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

এ জাতীয় আরও খবর

কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবল ঢাকা, সড়কে তীব্র যানজট-ভোগান্তি

ঢাকায় অতিবৃষ্টি, বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ম্যাচ পরিত্যক্ত

১২ ট্রাক ইলিশ গেল ভারতে

রিটার্ন দিলে ২২ খাতের আয়ে দিতে হবে না কর

রংপুর ডিআইজি কার্যালয়ে যোগ দিলেন এডিসি হারুন

নতুন মডেলে বাংলাদেশের অর্থনৈতিক সংকট নিরসন চায় আইএমএফ

ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই, দুই পুলিশসহ গ্রেফতার ৫

রাজ যেসব অন্যায় করেছেন তাতে জেল হওয়ার কথা : পরীমণি

যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যালোচনা দল আসছে অক্টোবরে

নির্বাচনের তারিখ ঘোষণা করলো পাকিস্তান

জলবায়ু সংকট এড়াতে প্রধান অর্থনীতির দেশগুলোকে সৎ থাকতে হবে : প্রধানমন্ত্রী