স্কাউটিং বিষয়ক লেখনীর জন্য পুরস্কৃত হয়েছেন সাংবাদিক আল আমীন শাহীন
~~স্কাউটিং বিষয়ে লেখনীর জন্য ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ সভাপতি, নতুন মাত্রার সম্পাদক আল আমীন শাহীনকে পুরস্কৃত করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটস। জেলা স্কাউট আয়োজিত তৃতীয় কাব ক্যাম্পুরীর মহা তাঁবু জলসায় আনুষ্ঠানিকভাবে সাংবাদিক আল আমীন শাহীনকে ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এ সময়ে জাতীয় স্কাউটস এর উপ কমিশনার শরীফ আহমেদ কামাল এলটি সহ জেলা প্রশাসনের উর্ধ্ধতন কর্মকর্তা, জেলা স্কাউটস এর কর্মকর্তা স্কাউটারসহ কাব স্কাউটরা উপস্থিত ছিলেন। উল্লেখ, সাংবাদিক আল আমীন শাহীন ৮০ দশক থেকে স্কাউটিং এর সঙ্গে সম্পৃক্ত। ব্রাহ্মণবাড়িয়া তিতাস মুক্ত স্কাউট দলের কাব স্কাউট পরে লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়েল একাডেমীর স্কাউটার হিসেবে তিনি এ আন্দোলনে সম্পৃক্ত আছেন। বিভিন্ন সময়ে স্কাউটিং বিষয়ে তার লেখা জাতীয় ও স্থানীয় ভাবে বিভিন্ন প্রকাশনা ও মাধ্যমে প্রকাশিত হয়েছে। লেখার মাধ্যমে স্কাউটিং আন্দোলনে অণুপ্রেরণায় অবদান স্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।