বুধবার, ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কসবা সরকারি বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

brahmanbaria-33ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরে গতকাল বুধবার বিকালে (২৬ ফেব্র“য়ারি) কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০১৪ বিদ্যালয় মাঠ চত্বরে  দুই পর্বে অনুষ্ঠিত হয়। কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রৌশন আলী খানের সভাপতিত্বে ১ম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। ২য় পর্ব সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-পরিচালক, মাধ্যমিক ও  উচ্চ শিক্ষা, কুমিল্লা অঞ্চলের মনোয়ারযা বেগম। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মবাড়িয়া জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্লাহ্, কসবা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ তসলিম মিয়া। পরে  প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

এ জাতীয় আরও খবর