প্রস্তুতি শেষে কেন্দ্রে নেয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম
উপজেলা নির্বাচনের তফসিল অনুযায়ী দ্বিতীয় দফায় ব্রাহ্মণবাড়িয়ার ৯ উপজেলার মধ্যে প্রথম আগামীকাল বৃহস্পতিবার ভোটগ্রহণ হচ্ছে সরাইলে।
বুধবার সকাল থেকে নির্বাচনী মালামাল ও ব্যালট পেপার বিভিন্ন ভোট কেন্দ্রে পাঠনোর জন্য সরবরাহ করছে উপজেলা প্রশাসন।
বিভিন্ন ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসাররা তাদের মালামাল সংগ্রহ করছেন। নির্বাচনকে সামনে রেখে পুরো উপজেলায় নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন ভোট কেন্দ্রে টহল দিচ্ছে আইনশৃংক্ষলা রক্ষাবাহিনীর সদস্যরা।
এদিকে, ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত সরাইল উপজেলায় এবার মোট ভোটার ১ লাখ ৮৭ হাজার ১২৯ জন। ভোট কেন্দ্র রয়েছে ৮০টি। এর মধ্যে ৬০ টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করছেন পুলিশ প্রশাসন। কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করেছে প্রশাসন।
সরাইল উপজেলায় এবার চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন সহ ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।