সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইতিহাসের পুনরাবৃত্তি চায় বাংলাদেশ

bd cr-2 ২০১২ সালের ১৬ মার্চ। একাদশ এশিয়া কাপের চতুর্থ ম্যাচ। মুখোমুখি বাংলাদেশ-ভারত। বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম টসে জয়লাভ করেন। কিন্তু ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।

টস হেরে ব্যাট করতে নামে ভারত। কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির সেঞ্চুরি, বিরাট কোহলির ৬৬ এবং সুরেশ রায়নার ৫১ রানে ভর করে ২৮৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত।

সবাই ধরেই নিয়েছিল বিশ্বসেরা ভারত জিতে যাবে। কিন্তু সেদিন টাইগারা বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ৪ বল হাতে রেখেই লড়াকু এক জয় তুলে নেয়।

২৬ ফেব্রুয়ারি ২০১৪। দ্বাদশ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচ। আবার মুখোমুখি বাংলাদেশ-ভারত। এবার হবে কি ২০১২ সালের পুনরাবৃত্তি? আবারও কি টাইগাররা গর্জন তুলে ছিনিয়ে নেবে জয়?

সেটা সময়ই বলে দেবে। কিন্তু পরিসংখ্যান কিন্তু ভারতের পক্ষেই কথা বলছে। ১৯৮৮-২০১২ সাল পর্যন্ত বাংলাদেশ প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ২৪টি ওয়ানডে ম্যাচ খেলেছে। তার মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র তিনটিতে। আর ভারত জয় পেয়েছে ২১টিতে।

কিন্তু সময় বদলেছে। আজ টাইগাররা হারিয়ে দিতে পারে বিশ্বের যেকোনো দলকে। আজও খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক এবং বাংলাদেশে ও দেশের বাইরে নানান প্রান্তে টিভি সেটের সামনে বসা টাইগার ভক্তরা চাইবেন আরেকবার ফিরে আসুক ভারত-বধের ইতিহাস, অর্জিত হোক আরো একটি লড়াকু জয়।

জয় ভিন্ন অন্য কিছু চিন্তা করছেন না মাশরাফি বিন মুর্তজাও। তিনি বলেছেন, ‘ভারতকে হারানোটা অস্বাভাবিক কিছু নয়। এর আগেও তাদের আমরা হারিয়েছি। ওরা দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডে ভিন্ন উইকেটে খেলেছিল। কিন্তু উপমহাদেশে ওরা ভালো খেলে। ওদের হারাতে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। আশা করছি আমরা সেরা রূপেই ফিরব।’

এদিকে বাংলাদেশকে সমীহ করছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ কার্তিকও, ‘অবশ্যই এটি আমাদের সবার কাছেই একটি বড় টুর্নামেন্ট। দলের প্রত্যেক তরুণ খেলোয়াড়ই নিজেদের সেরাটা দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। আমরা এখন মাঠে নিজেদের সেরাটা দেওয়ার অপেক্ষায়। আপনারা সবাই জানেন ওয়ানডেতে বাংলাদেশ খুব ভালো দল। তারা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজও খেলেছে। অবশ্যই তারা তাদের সেরাটাই খেলার চেষ্টা করবে। ইন্ডিয়াকে নতুনভাবে তুলে ধরতে এটা আমাদের কাছে বড় একটি সুযোগ। অবশ্যই তামিম ও সাকিব দুজনই বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ। আমার মনে হয় ওদের অভাব বাংলাদেশ ফিল করবে। তবে এটা খেলারই একটা অংশ।’

হাইভোল্টেজ আজকের এই ম্যাচকে সামনে রেখে দলে নেই ২০১২ সালে ভারতের বিপক্ষে জয়ের কারিগর তামিম ইকবাল। ইনজুরির কারণে তিনি খেলতে পারছেন না। নেই আরেক জয়ের তারকা সাকিব আল হাসানও। নিষেধাজ্ঞার কারণে তিনি ভারত ও আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারছেন না।

এদিকে ভারত দলে নেই ২০১২ এশিয়া কাপে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়া মহেন্দ্র্র সিং ধোনি। নেই শচীনও। যিনি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। দ্বাদশ এশিয়া কাপ তাকেও মিস করবে।

প্রায় দুই বছর পরে আবার মুখোমুখি ভারত-বাংলাদেশ। নতুন একটা দিন। নতুন মাঠ। নতুন একটি টুর্নামেন্ট। চেনাজানা পরিবেশ। কোটি কোটি টাইগার ভক্ত অপেক্ষায় নতুন একটি জয়ের। যে জয়ের অপেক্ষায় গোটা বাংলাদেশ। ইতিহাসের পুনরাবৃত্তির প্রত্যাশায় জয়তু বাংলাদেশ। –

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ায় ১১ মাসে ৭ হাজারের বেশি বাংলাদেশি গ্রেফতার

সাভারে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত

এ বছর ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছুঁইছুঁই

মমতার বক্তব্য তার জন্য সঠিক পদক্ষেপ নয়: পররাষ্ট্র উপদেষ্টা

সহকারী হাইকমিশনে হামলা, পতাকায় আগুন

আগরতলায় সহকারী হাইকমিশনে হামলায় বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

মমতার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি: মির্জা ফখরুল

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, বিক্ষোভের ডাক হাসনাতের

বাংলাদেশে শান্তিবাহিনী পাঠানোর প্রস্তাব মমতার

নির্বাচনের আগে সংস্কার করতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার : ড. ইউনূস

ইসবগুলের এই উপকারিতা জানতেন?

ভক্তদের আর্মি সম্বোধন করায় আইনি বিপাকে আল্লু অর্জুন