রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

1393253341brahmanbaria_protimuhurto_2ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বিতীয় দ্বি-বার্ষিক সম্মেলন গত শনিবার স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও আবৃত্তি বিভাগের পরিচালক ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের কোষাধ্যক্ষ সোহরাব উদ্দীন এবং ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ সঙ্গীত শিল্পী সন্ধ্যা রায়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ও সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাঃ আহমদ আল মামুন। আলোচনা পর্বের শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ডঃ অরুণাভ পোদ্দার স্বাগত বক্তব্য দেন।

বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও প্রশিক্ষক মনসুরা বেগম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগারের সম্পাদক আব্দুর নূর, উদিচী শিল্পী গোষ্ঠির ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক জহিরুল ইসলাম স্বপন ও তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মনির হোসেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে যন্ত্রসংগীতের রাগ কাফী পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধন করেন ওস্তাদ আফজালুর রহমান খানের কন্যা রুবা রহমান, অন্তরা রহমান টুং টাং।

সমবেত গান পরিবেশনায় ছিলেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের শিল্পীবৃন্দ। স্থানীয় শিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশনায় ছিলেন পীযূষ কান্তি আচার্য, মণিকা আচার্য, পপি দেবনাথ, সোমা পাল, অনামিকা দত্ত। “বধূ কোন আলো লাগল চোখে” মাধ্যমে দর্শকদের আবিষ্ট করেন শিল্পী পীযূষ কান্তি আচার্য।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন রবীন্দ্র সংগীত শিল্পী মনসুরা বেগম, সাইদা হোসেন পাপড়ী, মিতা পাল ও ডাঃ মল্লিকা বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাভেল রহমান ও চন্দনা চৌধুরী।

অনুষ্ঠানে শেষ পর্যায়ে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের নতুন কমিটি ঘোষনা করা হয় যার সভাপতি ও সাধারণ সম্পাদক পূনঃ নির্বাচিত হন- ডাঃ আহমদ আল মামুন ও ডাঃ অরুণাভ পোদ্দার, কোষাধ্যক্ষ নির্বাচিত হন ডাঃ সঞ্জীব সূত্রধর।

কমিটির উপদেষ্টারা হলেন, অধ্যাপক মোখলেছুর রহমান খান, প্রাণতোষ চৌধুরী, আলী আকবর মজুমদার, জয়দুল হোসেন, সন্ধ্যা রায়, ডাঃ সুকেন্দু বিকাশ তালুকদার, ডাঃ আবু সাঈদ। সহ-সভাপতি হিসেবে আছেন-অধ্যাপক মানবর্দ্ধন পাল, জামিল ফোরকান, রঞ্জীব কুমার দেবনাথ।

কমিটির সম্পাদকমন্ডলীর সদস্যরা হচ্ছেন, পীযূষ কান্তি আচার্য, সাইফুল ইসলাম রিপন, অঞ্জন দাস, জামিলুর রহমান, সৈয়দ সালাউদ্দিন মুকুল এবং নির্বাহী সদস্য হিসেবে আছেন- মিজানুর রহমান শিশির, জহিরুল ইসলাম স্বপন, বলাই চন্দ্র দাস, শাহদত বখত্ শাহেদ, মিতালী বিশ্বাস, রঞ্জীত কুমিার দেবনাথ, ওমর আল ফারুক ভূইয়া রাসেল, এডভোকেট দিলশাদ বেগম, মণিকা আচার্য, বাবুল মালাকার, চন্দনা চৌধুরী, পপি দেবনাথ।

এ জাতীয় আরও খবর

শিশু আয়ান : দুই চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

অস্কারে মনোনয়ন পেল কানে পুরস্কৃত ৮ সিনেমা

শুধু দেশে না, দেশের বাইরে থেকে চক্রান্ত হচ্ছে

ফরিদপুরে মৌমাছির কামড়ে যুবকের মৃত্যু, আহত ১৬

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

ওয়ান/ইলেভেন চাই না, এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই

সতর্ক না হলে বিএনপির ভবিষ্যৎ কী হবে জানি না: ফয়জুল করীম

হাজার কোটি টাকায় নলকূপ বসাতে চায় ওয়াসা, ঝুঁকির মুখে ঢাকা

মার্কিন স্বপ্নে বিভোর ভারতীয়দের দুশ্চিন্তা বাড়াচ্ছে ট্রাম্পের ভিসা নীতি

৪ নারী সেনার বিনিময়ে মুক্তি পেলেন ২০০ ফিলিস্তিনি

গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়

‘আওয়ামী লীগপন্থি’ রিয়াজুলই থাকছেন এনসিটিবির চেয়ারম্যান!