অভিষেকের জন্য বলিউড বাদশার উপহার
ডেস্ক রিপোর্ট : মানুষ হিসেবে ভালো। মনও বড় উদার, কিং খান, শাহরুখ খানের। পছন্দের মানুষদের মাঝে মধ্যেই এটা ওটা উপহার দিয়ে থাকেন তিনি। মূল্যবান সেই সব উপহার। উপহারের মূল্যমানও নেহাত কম নয়! অনেক টাকা। এবার তেমনই অনেক টাকার একটি বিশেষ উপহার শারুখ খানের কাছ থেকে পেলেন অভিষেক বচ্চন।
ফারহা খানের পরবর্তী ছবি হ্যাপি নিউ ইয়ারে একসঙ্গে অভিনয় করছেন শাহরুখ এবং অভিষেক। মাঝখানে বেশ কয়েকটি কারণের জন্যে দুই জনের মধ্যে ব্যবধান তৈরি হলেও এখন আর কোনো চাপ নেই। সম্পর্কে যে এখন বেশ মধুর, তার প্রমাণ এই বাইক স্বরূপ উপহারটি। প্রায় সাড়ে ১২ লাখ টাকার অভিষেকের পছন্দের এই বাইকটি কিনে তাঁর জুহুর বাংলোতে পাঠিয়ে দিয়েছেন কিং খান। এর আগেও একটি গাড়ি উপহার দিয়েছিলেন ফারহা খানকে। তবে শুধু বন্ধু হিসেবে নয়, স্বামীর রোলেও একদম হিট বলিউডের বাদশা। সম্প্রতি ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে তাঁর বিবিকে উপহার দিয়েছেন বহুমূল্য একটি গাড়ি।