বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সাউন্ড অব মিউজিক’ খ্যাত ট্রাপ পরিবারের শেষ সদস্যের মৃত্যু

530a3d0c85870-Untitled-3অস্ট্রিয়ার আলোচিত সংগীত পরিবারের সর্বশেষ সদস্য মারিয়া ফ্রানজিসকা ফন ট্রাপ মারা গেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে নাৎসি বাহিনীর হাত থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়েছিল পরিবারটি।

ট্রাপ পরিবারের কাহিনি নিয়ে তৈরি হয় বিখ্যাত হলিউড চলচ্চিত্র দ্য সাউন্ড অব মিউজিক। যা ব্যাপক সাড়া ফেলে।

ফন ট্রাপের (৯৯) মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর সৎভাই জোহানেস ফন ট্রাপ। তিনি গত শনিবার সিএনএনকে জানান, ফন ট্রাপ গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভারমন্টে নিজ বাড়িতে মারা যান।

ট্রাপ ফ্যামিলি সিঙ্গারস গ্রুপের আসল সদস্যদের একজন ছিলেন ফন ট্রাপ। ক্যাপ্টেন জর্জ ফন ট্রাপ ও তাঁর প্রথম স্ত্রী আগাথি হোয়াইটহেডের অস্ট্রীয় বংশোদ্ভূত সাত সন্তানের মধ্যে তৃতীয় ছিলেন তিনি।

ক্যাপ্টেনের দ্বিতীয় স্ত্রী মারিয়া কুটসচেরা ফন ট্রাপ তাঁদের পরিবার নিয়ে একটি বই লেখেন। ওই বইয়ের ওপর ভিত্তি করে দুটি জার্মান চলচ্চিত্র, একটি ব্রডওয়ে প্রোডাকশন এবং আলোচিত হলিউড চলচ্চিত্র দ্য সাউন্ড অব মিউজিক নির্মিত হয়।

ফন ট্রাপের পরিবার নাৎসিদের দখল করা অস্ট্রিয়া থেকে ১৯৩৮ সালে পালিয়ে যায়। পরের বছর তারা যুক্তরাষ্ট্রে চলে যায়। ১৯৪২ সালে পরিবারটি ভারমন্টে বসতি গড়ে। সেখানে তারা ট্রাপ ফ্যামিলি লজ নামে একটি অবকাশযাপন কেন্দ্র খোলে। পরিবারটি ১৯৫৬ সালে সর্বশেষ যুক্তরাষ্ট্রে

কনসার্ট করে।

ফন ট্রাপ চিরকুমারী ছিলেন। তিনি পাপুয়া, নিউ গায়নাতে ধর্ম প্রচারে কাজ করেন। আর তাঁর সৎভাই জোহানেস বর্তমানে ট্রাপ ফ্যামিলি লজের প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন। এএফপি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন : ডেপুটি স্পিকার

প্লেনে অসুস্থ প্রবাসী, এক ঘণ্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স

হামলায় আমি জড়িত ছিলাম না : রুবেল

তীব্র গরম: প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

উত্তপ্ত মধুখালীতে ফের বিজিবি মোতায়েন, দিনভর সহিংসতার ঘটনায় মামলা

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ শ্রমিক

নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার

মেহজাবীন-সিয়ামের ‘দ্বন্দ্বের’ কারণ প্রকাশ্যে

হাসপাতালে সৌদি বাদশাহ