প্রেসক্লাবের সামনে জবি শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
ডেস্ক রিপোর্ট : দখলকৃত হল পুনরুদ্ধারের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় তিন শতাধিক শিক্ষক এবং হাজার হজার শিক্ষার্থী মিছিল নিয়ে আজ সোমবার বেলা ১১টায় প্রেসক্লাব অভিমুখে যাত্রা শুরু করেন।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছে।
উল্লেখ্য, জবির শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ঢাকার লালবাগ এলাকার পুলিশের উপকমিশনার (ডিসি) হারুন-অর রশীদকে প্রত্যাহারের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীরা।