আশুগঞ্জ উপজেলা নির্বাচনে জেলা বিএনপির সহ-সভাপতি আবু আসিফ আহমেদের
আশুগঞ্জের লালপুর ও তার“য়ায় ব্যাপক গণসংযোগ
জেলা বিএনপির সহ- সভাপতি জননেতা আবু আসিফ আহমেদ গত শনিবার সন্ধায় আশুগঞ্জের লালপুর ইউনিয়ন ও তার“য়ায় ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি প্রথমে লালপুর বাজারে এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। লালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফুল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সহ- সভাপতি ও জননেতা আবু আসিফ আহমেদ বলেন, বর্তমানে দেশে যে, নৈরাজ্য ও নির্যাতন চলছে তা থেকে পরিত্রান পেতে হলে ১৯ দলীয় জোটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আসন্ন উপজেলা নির্বাচনে কাজ করতে হবে এবং ১৯দলীয় জোটের জোটের প্রার্থীকে জয়ী করে ঘরে ফেরার আহবান জানান। অন্যথায় দেশ ও দেশের জনগণ এই জালিম সরকারের হাত থেকে মুক্তি পাবে না। পরে তিনি উপজেলা ও লালপুর ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের সাথে নিয়ে লালপুর বাজারের প্রতিটি দোকানে গিয়ে সকল ব্যবসায়ী ও লালপুরবাসীর সাথে কুশল বিনিময় ও প্রত্যেকের খোজ খবর নেন এবং আগামী উপজেলা নির্বাচনে তার জন্য দোয়া ও সহযোগীতা কামনা করেন। সবশেষে তিনি উপজেলার তারুয়ায় গন সংযোগ করেন।