আখাউড়ায় উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার আখাউড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা মো: খুরশিদ শাহরীয়রের নিকট প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৮ জন, ভাইস চেয়ারম্যান (পুুরুষ) ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী। চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছেন মো: আবুল কাসেম ভূইয়া, মো: ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, কাজী নজরুল ইসলাম খাদেম, এ.কে. এম. আতাউর রহমান নাজিম, মো: মাহবুবুল আলম ভূইয়া, কে.এম. শফিকুর রহমান, মো: জাহাঙ্গীর আলম ও নাহিদুল ইসলাম। ভাইসচেয়ারম্যান (পুরুষ) প্রার্থীরা হলো মো: নজরুল ইসলাম, মো: জামির হোসেন, মুরাদ হোসেন ভূইয়া, মো: জসিম মিয়া, মো: ইকবাল হোসেন, মো: বাবুল মিয়া। মহিলা ভাইসচেয়ার প্রার্থীরা হলো জান্নাত পারভীন স্মৃতি, পিয়ারা বেগম। উল্লেখ্য আগামী ২৩ মার্চ আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।