নাসিরনগরে বিএনপিতে একাধিক,আওয়ামীলীগ ও বিজেপির একক প্রার্থী ঘোষণা
আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রবিবার ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। ওই দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বিএনপি উপজেলা চেয়ারম্যান পদে তিনজন,ভাইস চেয়ারম্যান পুরুষ পদে দুইজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন মনোয়ন পত্র দাখিল করেছেন। অপর দিকে আওয়ামীলীগ থেকে চেয়ারম্যান পদে একজন,ভাইস চেয়ারম্যান পুরুষ পদে একজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন এবং বিজেপির একমাত্র প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান পদে মনোয়ন পত্র দাখিল করেছেন। প্রার্থীরা সকাল থেকে বেলা ৪ ঘটিকা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের নিকট তাদের মনোয়ন পত্র দাখিল করেন। আওয়ামীলীগ থেকে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তাদের মধ্যে রয়েছে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ টি এম মনিরুজ্জামান সরকার (চেয়ারম্যান),উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব ভাইস চেয়ারম্যান ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না। বিএনপি থেকে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কুন্ডা ইউনিয়নের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান মোঃ ওমরাও খাঁন,অপর দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোকর্ণ ইউপি চেয়ারম্যান এম এ হান্নান এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হোসেন চকদার চেয়ারম্যান পদে,উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন ও পূর্বে নির্বাচনে অংশ গ্রহণকারী উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ছোয়াব খাঁন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লুৎফুন্নাহার পাপড়ী বিএনপি থেকে মনোনয়ন পত্র দাখিল করেছেন। অপর দিকে কেন্দ্রীয় বিজেপির ভাইস চেয়ারম্যান জেলা বিজেপির আহ্বায়ক সারা বাংলাদেশে সফল উপজেলা চেয়ারম্যান হিনেবে স্বর্ণপদক ও একাধিক সনদপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোঃ আহসানূল হক মাষ্টার মনোনয়ন পত্র দাখিল করেছেন।