খালেদা জিয়া ভেবেছিলেন নির্বাচন হবে না : মোহাম্মদ নাসিম
ডেস্ক রিপোর্ট : খালেদা জিয়া গোপন খেলায় মেতে উঠেছিলেন। তিনি ভেবেছিলেন নির্বাচন হবে না। নির্বাচন হলেও বিদেশীরা সরকারকে বৈধতা দেবে না। অথচ সব দেশই এখন বৈধতা দিয়েছে। তিনি নিজের পায়ে কুড়াল মেরেছেন। আজ রবিবার খিলগাঁওয়ে আওয়ামী লীগের খিলগাঁও, সবুজবাগ, মুগদা ও ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ নম্বর ওয়ার্ডের এবং ৩টি ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আরো বলেন, বিএনপি যতোই হুঙ্কার দেয় না কেন আমরা চাইলে তারা মাঠে নামতে পারবে না।
এদিকে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, টেলিভিশনের টকশোগুলোতে তথা কথিত বুদ্ধিজীবীরা কোথায় কোন কাউয়া মারা গেছে তা নিয়ে সমালোচনা করেন। অথচ সরকার যে বিদ্যুতের লোডশেডিং কমিয়েছে তা নিয়ে ধন্যবাদ দেয় না।
অন্যদিকে একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি সাময়িকভাবে গণতন্ত্রের লেবাস ধারণ করেছে। এ ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।