রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

লোকসভায় কংগ্রেসের প্রার্থী হতে পারেন শর্মিলা

 

 

clip_image001

আন্তর্জাতিক ডেস্ক: চিত্রতারকা শর্মিলা ঠাকুর লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হতে পারেন৷ তবে, কোথা থেকে তিনি প্রতিদ্বন্দ্বীতা করবেন তা এখনো চূড়ান্ত হয়নি৷ প্রথমে হরিয়ানার গুরগাঁও থেকে শর্মিলা ঠাকুর প্রার্থী হচ্ছেন বলে শোনা যাচ্ছিল৷ কিন্তু, পরে শর্মিলা ঠাকুর জানান, তিনি গুরগাঁও থেকে প্রার্থী হচ্ছেন না৷ অন্যদিকে, নরেন্দ্র মোদির বিরুদ্ধে মহাত্মা গান্ধীর পৌত্র রাজমোহন গান্ধী আম আদমি পার্টির প্রার্থী হবেন৷ গতকালই তিনি আম আদমি পার্টিতে যোগ দিয়েছেন৷ কংগ্রেসের হরিয়ানা-দিল্লি-পাঞ্জাবের প্রার্থী তালিকা বাছাই কমিটির চেয়ারম্যান পি সি চাকো শনিবার জানিয়েছেন, প্রার্থী বাছাই কমিটি শর্মিলা ঠাকুরের লোকসভা নির্বাচনের জন্য প্রস্তাব করেছে। আগামী ২৭ ফেব্র“য়ারি কংগ্রেসে নির্বাচন কমিটির দ্বিতীয় বৈঠক বসছে৷ এই বৈঠকে বেশ কয়েকটি রাজ্যের প্রার্থীর নাম চূড়ান্ত হবে৷

ভারতীয় ফিল্ম সেন্সার বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান শর্মিলার বিরুদ্ধে রয়েছেন সদ্য কংগ্রেস ত্যাগী বর্তমান সাংসদ রাও ইন্দ্রজিত সিং৷ তিনি বিজেপি দলের প্রার্থী৷ এ ছাড়া আম আদমি পার্টির যোগেন্দ্র যাদবের নাম আগেই ঘোষণা হয়েছে৷ তবে শর্মিলা নিজে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি৷ পতৌদি গ্রাম গুরগাঁয়ের মধ্যেই পড়ে৷ একবার মনসুর আলি খান এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন৷ কিন্তু তিনি সফল হননি৷ তাই শর্মিলা কিছুটা দ্বিধায় রয়েছেন৷ তবে তিনি প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন৷
আম আদমি পার্টি এর আগে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে প্রার্থী হওয়ার অনুরোধ করেছিল৷ কিন্তু তিনি সেই প্রস্তাবে সাড়া দেননি৷ এরপর তারা রাজমোহন গান্ধীকে প্রস্তাব দেয়৷ বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী এখনো সিদ্বান্ত নেননি, কোন কেন্দ্র থেকে প্রার্থী হবেন৷ সম্ভাব্য কেন্দ্র হিসেবে আমেদাবাদ পূর্ব, লখনউ, বারাণসী ও মথুরার কথা বিবেচিত হচ্ছে৷ তবে যেখানেই প্রার্থী হন সেখানে বিরুদ্ধে রাজমোহন গান্ধীকে প্রার্থী করার সিদ্বান্ত নিয়েছে আম আদমি পার্টি৷ 

 

এ জাতীয় আরও খবর

পেঁয়াজের দাম দ্বিগুণ, সরকারকে বেকায়দায় ফেলার চক্রান্ত!

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের রাজধানী

‘ট্রাম্প-শি-মোদি ধাক্কা দিয়ে কিছু করে যাবে না, আমাদের করতে হবে’

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

আগামী নির্বাচন দেশের ইতিহাসে সর্বোত্তম হবে: প্রধান উপদেষ্টা

ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

শরীরে অস্বস্তি নিয়ে হাসপাতালে ভর্তি, কী হয়েছে সৃজিতের?

গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিয়া থেকে এক হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

কঙ্গোতে নৌকা উল্টে নিহত অন্তত ১৪৮

নিজের বাড়ির সামনেই ভেসে উঠল সেই শিশুর মরদেহ

‘একমত চিহ্নিত করেছি, জাতির আকাঙ্ক্ষায় জাতীয় সনদ তৈরি হবে’