শহীদ মিনার ভাঙ্গার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় পতাকা মিছিল
কুষ্টিয়া সহ বিভিন্ন স্থানে শহীদ মিনার ভাংচুরের প্রতিবাদে গতকাল শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ায় পতাকা মিছিল বের হয়। জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে প্রেসক্লাব চত্বর থেকে পতাকা মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি কবি জয়দুল হোসেন, জেলা সিপিবির সাধারন সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা মহিলা পরিষদের সভাপতি সৈয়দা সামছুন্নাহার পলি, জেলা উদীচীর সভাপতি অধ্যাপক আবদুন নূর, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মোঃ মনির হোসেন, সাংবাদিক হাবিবুর রহমান পারভেজ, জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মোমিন মিয়া প্রমুখ।