মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনের পার্লামেন্ট বিরোধীদের দখলে

5308b61110394-ukraine-1ইউক্রেনের পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিয়েছে বিরোধীরা। দেশটির প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ বলেছেন, তিনি চক্রান্তকারীদের অভ্যুত্থানের শিকার হয়েছেন। তবে পদত্যাগ করা বা দেশ ছেড়ে চলে যাওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই।



বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বিবিসি বলেছে, রাজধানী কিয়েভ ছেড়ে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ইয়ানুকোভিচ গিয়েছেন। খারকিভের অবস্থান রাশিয়ার  খুব কাছেই।



দেশটির অভ্যন্তরীণ স্বরাষ্ট্রমন্ত্রী ও পার্লামেন্টের স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছেন বিরোধী দলের কারাবন্দী নেতা জুলিয়া ইয়ামোশেনকোর মিত্ররা। ২০১১ সাল থেকে কারাবন্দী বিরোধী নেতা ইয়ামোশেনকোর মুক্তির জন্য পার্লামেন্টে আজ ভোটাভুটি হয়। তবে কখন জুলিয়া ছাড়া পাবেন তা স্পষ্ট নয়।



এর আগে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় ও সরকারি বাসভবনে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। আজ শনিবার কিয়েভে প্রেসিডেন্টের বাসভবন থেকে সরে যায় পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা। পরে বিরোধী দল ও বিক্ষোভকারীরা সেখানে ঢুকে পড়েন।গতকাল শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যস্থতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ও বিক্ষোভকারীরা সমঝোতা চুক্তিতে পৌঁছান। বিরোধী দল দেশটিতে ২৫ মের আগেই নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ সকালে বিরোধী দলের নেতা জুলিয়া ইয়ামোশেনকোর  অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। এর ওপরে পার্লামেন্টে ভোটাভুটিও হয়। ২০১১ সালে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগে তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। এদিকে পার্লামেন্টের স্পিকার ভ্লদিমির রেবেক পদত্যাগ করেছেন। অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে বিরোধী নেতা জুলিয়া ইয়ামোশেনকোর মিত্র অলেকসান্দার টার্চিনভকে। ইয়ামোশেনকোর আরেক মিত্র আরসেন আভাকভকে অভ্যন্তরীণ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিক্ষোভ-সহিংসতায় ব্যাপক প্রাণহানির পর অবশেষে গতকাল আগাম প্রেসিডেন্ট নির্বাচন দিতে রাজি হন ভিক্তর ইয়ানুকোভিচ। রাজধানী কিয়েভে বৃহস্পতিবার সহিংসতায় নিহতের সংখ্যা ৫০ জনে দাঁড়িয়েছে। এ নিয়ে পর পর দুই দিনে সহিংসতায় ৭৫ জন নিহত হলেন। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেনে এটাই সবচেয়ে ভয়াবহ সহিংস ঘটনা। কিয়েভের ইনডিপেনডেন্স স্কয়ারে দুই দিনে সহিংসতায় ৭৫ জন নিহত হওয়ার পর দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ারও আশঙ্কার সৃষ্টি হয়। রাশিয়াপন্থী প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের পদত্যাগের দাবিতে কিয়েভের ইনডিপেনডেন্স স্কয়ারে গত নভেম্বর থেকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ইইউপন্থী বিক্ষোভকারীরা। ইয়ানুকোভিচ দেশটির অর্থনৈতিক সংকট কাটাতে ইইউর সহায়তা প্যাকেজ প্রত্যাখ্যান করে রাশিয়ার কাছ থেকে সহায়তা নেওয়ায় বিক্ষোভে নামে ইইউপন্থীরা। বিক্ষোভের মূল কেন্দ্র হয়ে ওঠে ইনডিপেনডেন্স স্কয়ার। ধীরে ধীরে ওই বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। 

এ জাতীয় আরও খবর

ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির কার্যকরী কমিটিতে মোহাম্মদ রিপন মিয়া মুন্সি

পুষ্পা টু’র আয়ে অবিশ্বাস্য রেকর্ড

‘ঋতুপর্ণার বাড়িতে নাকি ছিল ফেরদৌস, তেমনই শুনলাম’

বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জা দিলো আয়ারল্যান্ড

শীর্ষে উঠে গেল সাউথ আফ্রিকা, ফাইনালে যাচ্ছে না ভারত!

সরকার পতনের পরেই সিরিয়া ফুটবলে জার্সি ও লোগো পরিবর্তন

আসাদের পতনে বিপদে ইরান, সামনে কী?

শুরুর আগেই স্থগিত ৪৭তম বিসিএসের আবেদন

সোনার দাম বেড়েছে ভরিতে ১৬৬৬ টাকা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে আগ্রহী ভারত

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বিআইডিএস গবেষণা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮ শতাংশ গ্র্যাজুয়েট বেকার