ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ব্রাহ্মণবাড়িয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে নেয়া হয়েছে দিনব্যাপী ব্যাপক কর্মসূচী। একুশের প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গনে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, সরকারি কলেজ, আওয়ামীলীগ, বিএনপি, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পন করে। এ উপলক্ষে বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে সপ্তাহব্যাপী বই মেলার উদ্বোধন করা হবে। এসময় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।